Saturday, 30 July 2016

বনের রাজা বাঘ মহাশয় দিলেন সভার ডাক সেই সভাতে পশু-পাখি আসল ঝাঁকে ঝাঁক।

প্রতীকী ছবি। সংগৃহীত

বনের রাজা বাঘ মহাশয় দিলেন সভার ডাক

সেই সভাতে পশু-পাখি আসল ঝাঁকে ঝাঁক।
মনে বেজায় দুঃখ নিয়ে দিলেন রাজা ভাষণ
রামপালেরই জন্য তাকে ছাড়তে হবে আসন!
এই বনেরই পশু-পাখি কেউ নিরাপদ নয়
তাদের টিকে থাকা নিয়েই রাজার মনে ভয়!
বনটা বুঝি উজাড় হলো মানব জাতির জন্য
তাদের স্বার্থে পশু-পাখি সব হবে বিপন্ন!
বিদ্যুৎ উৎপাদন করে থাকবে তারা সুখে
সুন্দরবন রক্ষা করতে দাঁড়াবে কেউ রুখে?
ভাষণ শুনে সবার মাথায় পড়ল যেন বাজ 
পশু সমাজ ধ্বংস করা কেমন তরো কাজ?
এই বনেতে পশু-পাখি সবাই ছিল সঙ্গী
তাদের কেন মরতে হবে তারা কি আর জঙ্গি?
(লেখিকা জাপানের কানাগাওয়া কেনপ্রবাসী)

Related Posts:

0 comments:

Post a Comment

Thanks for your comment.