This is default featured slide 1 title

Bangladesh is in my heart.Bangladesh Independent day 26th March 1971,victory day 16th Dec 1971

Saturday, 30 July 2016

বনের রাজা বাঘ মহাশয় দিলেন সভার ডাক সেই সভাতে পশু-পাখি আসল ঝাঁকে ঝাঁক।

বনের রাজা বাঘ মহাশয় দিলেন সভার ডাক সেই সভাতে পশু-পাখি আসল ঝাঁকে ঝাঁক। মনে বেজায় দুঃখ নিয়ে দিলেন রাজা ভাষণরামপালেরই জন্য তাকে ছাড়তে হবে আসন! এই বনেরই পশু-পাখি কেউ নিরাপদ নয়তাদের টিকে থাকা নিয়েই রাজার মনে ভয়! বনটা বুঝি উজাড় হলো মানব জাতির জন্যতাদের স্বার্থে পশু-পাখি সব হবে বিপন্ন! বিদ্যুৎ উৎপাদন করে থাকবে তারা সুখেসুন্দরবন রক্ষা করতে দাঁড়াবে কেউ রুখে? ভাষণ শুনে...

আসুন, জেনে নিই কি আছে রামপাল চুক্তিতে. I love my country? Do you?

আসুন, জেনে নিই কি আছে রামপাল চুক্তিতে :১. রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রাথমিকভাবে মোট ব্যয় ধরা হয়েছিল ২০১ কোটি ডলার।• এই অর্থের ৭০ শতাংশ ভারতীয় এক্সিম ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হচ্ছে (এই ৭০ ভাগ ঋণের সুদ টানা এবং ঋণ পরিশোধ করার দায়িত্ব বাংলাদেশের এবং সুদের হারও অজানা। এবং ধারণা করে নেওয়া যেতে পারে সেই সুদের হারের অঙ্কটাও তুলনামুলকভাবে কম হবে না)!• বাকী ৩০ ভাগের ১৫ শতাংশ অর্থ দেবে বাংলাদেশের সরকারী কোম্পানি পিডিবি এবং বাকি ১৫ শতাংশ দেবে ভারতের...